ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


রংপুরে ভুয়া প্রিসাইডিং অফিসার আটক


২৭ ডিসেম্বর ২০২২ ০৫:২১

রংপুর নগরীর মন্দিরা এলাকায় লালটু ইসলাম রানা (৪১) নামে এক ভুয়া প্রিসাইডিং অফিসারকে আটক করে থানায় সোপর্দ করেছেন এলাকাবাসী।

সোমবার (২৬ ডিসেম্বর) রংপুর সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ড মন্দিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুয়া প্রিসাইডিং অফিসার পরিচয় দেওয়া রানা ঝিনাইদহ সদর উপজেলার ধুপাউলা গ্রামের এন্তাজ জোয়াদ্দারের ছেলে।

জানা যায়, নগরীর ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান আহম্মেদের বাসায় গিয়ে প্রিসাইডিং অফিসার পরিচয়ে তাকে দুই হাজার ভোটে নির্বাচিত করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা দাবি করেন। তার কথায় সন্দেহ হলে সুলতান আহম্মেদ মাহিগঞ্জ থানায় বিষয়টি জানান। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মাহিগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোস্তাফিজুর রহমান জানান, আমরা খবর পেয়ে ভুয়া প্রিসাইডিং অফিসার পরিচয় দেওয়া রানাকে আটক করি ও তার সঙ্গে থাকা ভুয়া পরিচয়পত্র, নির্বাচন কমিশনের সিল এবং কিছু ভুয়া কাগজপত্র জব্দ করি। তার নামে মামলা প্রক্রিয়াধীন।

আইকে