ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত


২৬ ডিসেম্বর ২০২২ ০৪:০৭

সিলেটের জৈন্তাপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে আব্দুস সালাম ওরফে বেকা সালাম (৫২) নামে একজন নিহত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল। এ সময় ছুঁড়া গুলি তার মাথায় ও উরুতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় তিনি।

নিহত আব্দুস সালাম উপজেলার নিজপাট মাহুতহাটি বর্তমান গোয়াবাড়ি আদর্শ গ্রামের মছদ্দর আলীর ছেলে।

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মো. দস্তগীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে যাওয়া আব্দুস সালাম ওরফে বেকা সালামকে গুলি করে খাসিয়ারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইকে