ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


পদ্মায় গোসলে নেমে স্বামী নিখোঁজ, স্ত্রীর লাশ উদ্ধার


২৪ ডিসেম্বর ২০২২ ০৮:২১

বনভোজনে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজশাহীর এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। এছাড়া নদীতে তলিয়ে যাওয়া ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মহল্লার বিপরীতে বালুগ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যাংক কর্মকর্তার নাম সালাহউদ্দিন কাদের রূপন (৩৮)। তিনি উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত। নিখোঁজ এই কর্মকর্তার মারা যাওয়া স্ত্রীর নাম মানজুরি তানভীর নিশি (৩২)।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকালে এই দম্পতিসহ শ্রীমন্তপুর মহল্লার ১৫-২০ জন নৌকায় চড়ে পদ্মার বালুগ্রাম চরে বনভোজন করতে যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী সদর স্টেশনের সাব অফিসার নমির উদ্দিন জানান, বনভোজনে গিয়ে রান্না শেষে কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নামেন। এসময় সালাহউদ্দিন ও মানজুরিসহ তিনজন তলিয়ে যান। তখন সঙ্গে থাকা অন্যরা মানজুরিসহ দুজনকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে মানজুরির মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাজশাহী সদর স্টেশন থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ ব্যাংক কর্মকর্তার সন্ধানে পদ্মার তলদেশে উদ্ধার অভিযান চলছে। বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজ ব্যাংক কর্মকর্তার সন্ধান পাওয়া যায়নি।

আইকে