ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ডিএসবি’র তালিকাভুক্ত সন্ত্রাসী আটক


১৫ অক্টোবর ২০১৮ ০১:৪১

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ডিএসবি’র তালিকাভুক্ত জহুরুল ইসলাম নামে (৫০) এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ অক্টোবর) রাতে থানার এসআই সম্বিত রায় ফোর্স নিয়ে সুন্দরপুর বাজার থেকে তাকে আটক করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, জহুরুল বিএসবি’র ৫৪৩ নং তালিকাভুক্ত সন্ত্রাসী। বর্তমানে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি আরো জানান, একটি অস্ত্র মামলায় সে ৭ বছরের সাজাও খেটেছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এনএমএন