ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


নেত্রকোনা প্রেসক্লাবে আইজিপি’র কম্পিউটার প্রদান


১৫ অক্টোবর ২০১৮ ০১:১৬

নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকের সাথে মতবিনিময় ও কম্পিউটার প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রোনালের প্রধান তদন্ত কর্মকর্তা আইজিপি আবদুল হান্নান খান।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলার মোক্তারপাড়ায় অবস্থিত জেলা প্রেসক্লাবে মতবিনিময় ও কম্পিউটার প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবদুল হান্নান খান বলেছেন, আমি ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশে যত ধরনের আন্দোলন হয়েছে সকল আন্দোলনে সক্রিয় অংশ করেছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ১১ নাম্বার সেক্টরের অধীনে যুদ্ধ করে দেশকে শত্রু মুক্ত করেছি। বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত এবং মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িতদের তদন্তে বিশেষ সহায়তা করে দেশকে কলঙ্কমুক্ত করেছি।

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন কিনা জানতে চাইলে জবাবে তিনি বলেন, আমার নির্বাচন করতে কোন প্রতিবন্ধকতা নেই । আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা (৫) পুর্বধলা আসনে নৌকা মার্কা নিয়েই নির্বাচন করব । আমি শতভাগ আশাবাদী যে জননেত্রী শেখ হাসিনা আমাকেই মনোনয়ন দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খানসহ জেলা আওয়ামীলীগের সদস্য আইয়ুব আলী কমান্ডার, লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়ুব, জেলা প্রেসক্লাব সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান,

জেলা পরিষদ সদস্য সুধাংসু সরকার বীকন, পুর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রাশেদ কুদ্দুস খান সুজন, যুবলীগ নেতা আরশাদ আলী শেখ, আবদুর রব বাবুল তালুকদার, মফিজুল ইসলাম হিমেল, শেখ সেলিম ও ছাত্রলীগ নেতা জাকির আহমেদ খান প্রমূখ।

এসএমএন