অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার নেংটিছড়ি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। এর মধ্যে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আইকে