ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


আর্জেন্টিনা জেতার পর আনন্দ মিছিল করতে গিয়ে প্রাণ হারাল শিশু


১৯ ডিসেম্বর ২০২২ ২৩:৫৮

আর্জেন্টিনা জেতার পর আনন্দ মিছিল করার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১০) নামে এক শিশু প্রাণ হারান।

রোববার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক খিলা বাতাবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ির পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।

খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, আর্জেন্টিনা জয়ের পর আনন্দ মিছিলে যুক্ত হয়ে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে যাওয়ার সময় বাজার থেকে নাথেরপেটুয়াগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয় শাওনকে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে শাওনের মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় মারাত্মক আহত হন অন্তর নামের মোটরসাইকেল আরোহী। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে পাঠান।

এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়ে বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আইকে