ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার


১৯ ডিসেম্বর ২০২২ ০৯:০৯

নেত্রকোনার কলমাকান্দায় প্রেমিকাকে সীমান্ত দেখাতে নিয়ে গিয়ে বন্ধুদের সাথে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বন্ধু সেলিম মিয়াকেও (৩০) গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাসেল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এবং কলমাকান্দা শহরের মাছ মহাল এলাকার মৃত টেপু মিয়ার ছেলে ও বন্ধু সেলিম মিয়া উপজেলার মুক্তিরচর গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে।

রবিবার বিকালে তাদেরকে আদালতে পাঠায় কলমাকান্দা থানার পুলিশ। এর আগে ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা শহরের মাছ মহালের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া একই এলাকার এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের জেরে গত ২২ নভেম্বর রাসেল উপজেলার সন্যাসীপাড়া সীমান্ত এলাকার পাতলাবন দেখাতে নিয়ে যায়। ঘোরাঘুরি শেষে সন্ধ্যা হলে বাড়ি ফেরার কথা বললে নানা বাহানায় সময়ক্ষেপন করেন রাসেল। এরপরে নিরাপত্তার কথা বলে রাসেল তার তিন বন্ধু সেলিম মিয়া, সাইকুল মিয়া ও সুমন সাহাকে ডেকে আনে।

এসময় মহাদেও নদীর পাড় দিয়ে হাঁটার পথে এক পর্যায়ে ওই প্রেমিকাকে ঝোপের আড়ালে টেনে নিয়ে তিন বন্ধুর সহায়তায় ধর্ষণ করে রাসেল। পরে একে একে তার বন্ধুরাও ধর্ষণ শেষে তরুণী অজ্ঞান হয়ে গেলে তাকে ফেলে চলে যায়।

ঘণ্টখানেক পরে জ্ঞান ফেরার পর ব্যাগ থেকে মোবাইল ফোন নিয়ে বোনকে কল করে জানালে তাকে উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দুইদিন পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ওই তরুণী। আদালত অভিযোগটি আমলে নিয়ে কলমাকান্দা থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দিলে শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় মামলা রেকর্ড করে কলমাকান্দা থানার পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, থানায় কেউ আসেনি। কোর্টে মামলা করেছে। প্রাপ্ত বয়স্ক তরুণী নিজেই বাদী হয়ে চারজনকে আসামি করে কোর্টে মামলা দায়ের করলে তার প্রেমিক এক নম্বর আসামি রাসেল ও সহযোগী চার নম্বর আসামি সেলিমকে ভোরে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অদালত কারাগারে পাঠিয়েছে নাকি জামিন দিয়েছে এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলেও জানান।

আইকে