ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ঝড়ে ক্ষতিগ্রস্থ কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশনের ২৪টি বৈদ্যুতিক পোল


১৯ ডিসেম্বর ২০২২ ০৫:১৭

ছবি সংগৃহীত

প্রচণ্ড ঝড়ে বৈদ্যুতিক পোল ক্ষতিগ্রস্থ হওয়ায় কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিমিটেডের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

বুধবার (৩০ মার্চ) বিকেলে ঝড় শুরু হলে কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিমিটেডের জাতীয় গ্রিডে সংযুক্ত থাকা অন্তত ২৪টি পোল ক্ষতিগ্রস্থ হয়।

কর্তৃপক্ষ বলছে, পোলগুলো ঠিক করতে প্রায় এক সপ্তাহ লেগে যেতে পারে। তবে যতদ্রুত সম্ভব তা ঠিক করে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাবেন তারা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে প্রচন্ড ঝড় শুরু হলে এলাকার আদুরিয়ার বালু হাবিবের মাঠ ও বিশ্বাস ব্রিকস সংলগ্ন কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রায় ২৪ টি বৈদ্যুতিক পোল হেলে পড়েছে। কর্তৃপক্ষ তা পরিদর্শনও করেছেন।

কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা আশেকুস সালাম জানান, ঝড়ের কারণে আমাদের জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত থাকা বিদ্যুৎ সরবরাহ লাইনের বৈদ্যুতিক পোল ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে বর্তমানে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, আমরা দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছি এবং দ্রুত মেরামত করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।