রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে যুলকিফল মাহমুদ ওরফে শান্ত মাহমুদ (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউয়ের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেপ্তার শান্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।
তিনি বলেন, গ্রেপ্তারের সময় মাহমুদের কাছ থেকে জিহাদের বয়ান লেখা একটি ডায়রি এবং তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে। মোবাইলগুলোতে তিনি জিহাদ সংশ্লিষ্ট একাধিক ফেসবুক আইডি ব্যবহার করতেন। এছাড়াও টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্ট গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখতেন।
আসলাম খান বলেন, যুলকিফল মাহমুদ ২০১৯ সাল থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত রয়েছে। সে সময় তিনি তামিম আল আদনানীর বিভিন্ন ভিডিও হতে জঙ্গিবাদে উৎসাহিত হন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিভিন্ন ব্যক্তিকে দাওয়াত দিতে থাকেন। এরপর থেকে তার সঙ্গে আনসার আল ইসলামের কতিপয় সদস্যের যোগাযোগ হয়।
পুলিশ সুপার বলেন, যুলকিফল মাহমুদ ব্যক্তি পর্যায়ে জিহাদের প্রশিক্ষণ নিতেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে জিহাদের প্রচারণা চালিয়ে যান এবং অনেককে জড়ো করতে থাকেন। তার বিরুদ্ধে এর আগেও উগ্রবাদ সংশ্লিষ্ট কার্যক্রমের অভিযোগে মামলা রয়েছে।