ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ইডেন কলেজের সামনে থেকে ‌‘ওয়ান শুটার গান’ ও গুলিসহ একজন গ্রেফতার


১৭ ডিসেম্বর ২০২২ ২১:১৫

রাজধানীতে ইডেন মহিলা কলেজের সামনে থেকে একটি ‘ওয়ান শুটার গান’ ও এক রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে আজিমপুর ফাঁড়ির পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম সবুজ।

শুক্রবার রাতে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে আজিমপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ইডেন কলেজের সামনে এক ব্যক্তি ওয়ান শুটার গান নিয়ে অবস্থান করছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শুটার গান ও গুলিসহ হাতেনাতে সবুজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে লালবাগ থানা ছাড়াও রাজধানীর বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলেও তিনি জানান।

সূত্র : ডিএমপি নিউজ

আইকে