বিজয় দিবসে রাজধানীতে ওব্যাট হেল্পার্সের নানা আয়োজন

রাজধানীর মিরপুরের পল্লবী ও মোহাম্মদপুরে ওব্যাট হেল্পার্সের উদ্যোগে নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস।
শুক্রবার বিজয় দিবস উপলক্ষে পল্লবীর শাহীন স্কুল, ওব্যাট বিএলএস স্কুল, মোহাম্মদপুরের যাকওয়ান মেমরিয়াল ইংলিশ স্কুল ও ওব্যাট এনএলজে স্কুলে কুইজ, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা, র্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে এ সেচ্ছাসেবী সংস্থা।
এসময় ওব্যাটের প্রতিষ্ঠাতা আনওয়ার খান আকমাল উপস্থিত ছিলেন।
আইকে