ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


মোহনপুরে মাত্র ১৩ ঘন্টায় চুরির মালামালসহ চোরদের গ্রেপ্তার করল পুলিশ


১৬ ডিসেম্বর ২০২২ ০৬:২৮

রাজশাহীর মোহনপুরে চুরির মালামালসহ জামাই-শশুরকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছী ইউপির মৌগাছী বাজারে ১৪ ডিসেম্বর বুধবার রাতে দোকানে চুরি হলে দোকান মালিক একই ইউপির বাটুপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আলমগির হোসেন (৪২) বাদী হয়ে থানায় মামলা করলে মোহনপুর থানা পুলিশ চুরি যাওয়া ১টি ব্যাটারি ও অটো রিক্সার দোকানের নতুন ব্যাটারি, দোকানে ব্যবহৃত সিসি ক্যামেরা ও অন্যান্য নতুন-পুরাতন যন্ত্রাংশ অভিযান চালিয়ে উদ্ধার করেন এবং দুজন চোরকে গ্রেপ্তার করে। পরে পুলিশ জানতে পারে চোরেরা সম্পর্কে জামাই-শ্বশুর।

গ্রেফতারকৃতরা হলো: মৌগাছী ইউপির বাটুপাড়া গ্রামের মইফুল সরদারের ছেলে শান্ত হোসেন (২২) এবং উপজেলার বাকশিমইল ইউপির খাড়ইল গ্রামের মৃত আনিসের ছেলে ওয়াসিম (৪০)। চুরি যাওয়া উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ২ লক্ষ ২৪ হাজার ৬০০টাকা।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, চুরি যাওয়া মালামালসহ মাত্র ১৩ ঘণ্টার মধ্যে আসামীদের গ্রেফপ্তার করা হয়েছে। ৪৬১/৩৮০ পেনাল কোড ধারা মোতাবেক ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।