ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


গাইবান্ধায় বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত


১৬ ডিসেম্বর ২০২২ ০১:৪৬

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজিতে থাকা স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়ায় নিয়ে শ্বশুর বাড়ি জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত বাস সিএনজিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা।

আইকে