ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বাড়ির ছাদে গাঁজার চাষ!


১৪ অক্টোবর ২০১৮ ০৯:২৩

ফাইল ফটো

যশোরের বেনাপোল সীমান্তে বসত বাড়িতে গাঁজার বাগানের সন্ধ্যান পেয়েছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় গাঁজা গাছ উদ্ধার ও চাষের সাথে জড়িত মুজিবর রহমান বিশ্বাস (৪০) নামে এক জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) রাতে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে গাঁজা চাষীকে আটক করে র‍্যাব-৬।

র‍্যাব কমান্ডার সুরোত আলী জানান, তাদের কাছে গোপন খবর আসে পুটখালী গ্রামের এক ব্যাক্তির বাড়ির ছাদে দীর্ঘ দিন ধরে গাঁজার চাষ হচ্ছে। পরে র‌্যাব সদস্যরা ওই বাড়ির ছাদে অভিযান চালিয়ে দুই গাঁজা গাছ জব্দ করে। এসময় গাঁজা চাষের সাথে জড়িত বাড়ির মালিক মুজিবরকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

এসএ