ইলা মিত্রের স্মৃতি রক্ষার দাবি

উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেত্রী কমরেড ইলা মিত্রের স্মৃতি সরকারিভাবে রক্ষা। তার পৈত্রিক বাড়ি ও শত শত বিঘা জমি উদ্ধার করে সংরক্ষণের দাবি জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক কমরেড মোস্তফা আলমগীর রতন।
শনিবার (১৩ অক্টোবর) বিকেলে জেলার কালীগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত ইলামিত্রের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
ঝিনাইদহের মেয়ে হিসেবে ইলা মিত্র বাংলাদেশের গৌরব। তার পরিবার দেশ ত্যাগ করার পর কিছু অসাধু লোক শৈলকুপার বাগুটিয়া গ্রামের বাড়ির দ্বিতল ভবনের অনেক ইট খুলে নিয়ে গেছে। কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল করে খাচ্ছে। ইলা মিত্রের পৈত্রিক সম্পত্তি উদ্ধার করে সেখানে জাদুঘর করে তার সকল জীবন সংগ্রামের তথ্য সংরক্ষণ ও তার নামে স্কুল-কলেজ-হাসপাতাল করার দাবি জানান মোস্তফা রতন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পার্টির জেলা নেতা রেজাউল ইসলাম, উপজেলা নেতা ডাঃ আব্দুল কুদ্দুস, গোলাম মোস্তফা, জয়দেব কুমার দাস, প্রভাষক বিপ্লব বিষ্ণু।
এসএ