ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


মানিকগঞ্জ জেলা আ.লীগের সম্মেলন আজ


১১ ডিসেম্বর ২০২২ ২১:৫৭

দীর্ঘ সাত বছর পর আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালের ১৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আওয়ামী লীগের সভাপতি হন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন।

জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৬৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। এক লাখ মানুষের উপস্থিতির জন্য সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনের উদ্বোধন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান।

এছাড়া প্রধান বক্তা থাকবেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আইকে