ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


মা-বাবাকে জখম করে প্রতিবেশীকে হত্যা, গণপিটুনিতে ছেলে নিহত


১১ ডিসেম্বর ২০২২ ১০:৩৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মা-বাবাকে কুপিয়ে জখম করেছে ছেলে মঞ্জু চাকমা (৩০)। এরপর জনতার গণপিঠুনিতে ছেলের মৃত্যু হয়।

এর আগে মঞ্জুর দায়ের কোপে স্থানীয় সরল চাকমা (৪০) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার দুর্গম সারোয়াতলী ইউনিয়নের সিজুগ গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে পারিবারিক কলহের জের ধরে মঞ্জু চাকমা তার মা-বাবা-কে ধারালো দা দিয়ে আঘাত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাঘাইছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে পাঠানো হয়।

এদিকে শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সরল চাকমা এ ঘটনার প্রতিবাদ এবং মঞ্জু চাকমা-কে আটক করতে গেলে মঞ্জুর দায়ের কোপে সরল চাকমা ঘটনাস্থলে মারা যায়। এরপরই স্থানীয়দের একটি দল উত্তেজিত হয়ে মঞ্জু চাকমা-কে আটক করতে গেলে মঞ্জু তাদের আক্রমণ করে। পরে জনতার গণপিটুনিতে মঞ্জু চাকমা আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

আইকে