ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের ঝগড়া, সংঘর্ষে নিহত ১


১১ ডিসেম্বর ২০২২ ০৬:৩৬

হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থনকারী দুই যুবকের মধ্যে ঝগড়ার জেরে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে শহিদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি প্রাণ হারান।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ব্রাজিল হেরে যাওয়ায় আদিত্যপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে রুকন মিয়ার সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে সজিব মিয়ার ঝগড়া হয়। পরবর্তীতে ওই ঝগড়ার জেরে দুই যুবকের পক্ষ নিয়ে দুটি গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শহিদ মিয়াসহ কয়েকজন আহত হন। টেটাবিদ্ধ অবস্থায় শহিদ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আইকে