রং-তুলির আঁচড়ে পাচ্ছে প্রতিমার পূর্ণতা

‘মা’ আসছে । আগামী সোমবার (১৫ অক্টোবর) শুরু হবে শারদীয় দূর্গা পূজা। দেবী দূর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ, আর জগতে শান্তি প্রতিষ্ঠা হবে, এমন বিশ্বাস নিয়ে এবারও রূপগঞ্জে ৪৫টি পূজা মন্ডপে চলছে দূর্গাপূজার ব্যাপক প্রস্তুতি।
এরই মধ্যে উপজেলার পূজা মন্ডপগুলোতে প্রতিমা গড়ার কাজ শেষ হয়ে এখন চলছে প্রতিমায় রং-তুলির কাজ। আবার কোথাও কোথাও চলছে প্যান্ডেল তৈরিসহ সাঁজসজ্জার কাজ।
পূজার সময় দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে রূপগঞ্জের এসব মন্ডপে দর্শনার্থীরা ছুটে আসেন।
এলাকার কয়েকটি পূজা মন্ডব পরিদর্শন করে দেখা যায়, থানার প্রতিটি মন্ডপের প্রস্তুতি শেষ দিকে। দিন-রাত পরিশ্রমে রং-তুলির আঁচড়ে প্রতিমার রূপ ফুঁটিয়ে তুলছেন।
১৫ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দূর্গা পূজা। তারপর পর্যায়ত্রুমে ১৬ অক্টোবর সপ্তমী, ১৭ অক্টোবর অষ্টমী, ১৮ অক্টোবর নবমী ও ১৯ অক্টোবর দশমীর মধ্য দিয়ে পূজা শেষ হবে।
উপজেলার পূজা কমিটির সভাপতি গণেশ চন্দ্র পাল বলেন, সরকারিভাবে আমাদের সহযোগিতা করেছে। দিয়েছে নিরাপত্তার নিশ্চয়তা। এখানে সর্বস্তরের মানুষ আমরা মিলে মিশে একসাথে পূজা উযজাপন করে থাকি।
কালী সার্বজনীন দূর্গা পূজা মন্ডপের সদস্য পলাশ কুমার দাস বলেন, আমরা অতি উৎসব মুখর পরিবেশে দুর্গা পূজার প্রস্ততি নিয়েছি।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মো: রফিকুল হক বলেন, প্রতিটি পুজা মন্ডপে পুলিশ আনসার সার্বক্ষিনভাবে থাকবে। এবার পূজা মন্ডপের নিরাপত্তার বেলায় শতভাগ নিশ্চয়াতা দিব।
এসএমএন