ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে আওয়ামীলীগের ক‌র্মী সমা‌বেশ


১৪ অক্টোবর ২০১৮ ০২:০৭

আগামী জাতীয় নির্বাচন‌কে সফল করার ল‌ক্ষে বেনাপোল গা‌জীপুর ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এক ক‌র্মী সমা‌বেশ অনুষ্ঠিত হয়েছে।

শ‌নিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় বেনাপোল গাজীপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজনুর রহমা‌নের সভাপতিত্বে ছোট আঁচড়া মোড়ে দলীয় কার্যাল‌য় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপ‌তি এনামুল হক মুকুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, সহ-সভাপ‌তি আলী কদর সাগর, যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ফরহাদ হো‌সেন শাওন, মাসুদুর রহমান সুমন, ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সহ সভাপতি আল ইমরান, মহা‌সিন মিলন, রা‌সেদুজ্জামান রাশু, বেনা‌পোল নাগ‌রিক ক‌মি‌টির সভাপ‌তি মাষ্টার শহীদুল্লাহ, পৌর কাউ‌ন্সিলর কামনুন্নাহার আন্না, জ‌সিম, আব্দুল ল‌তিফ,‌ ইসমাইল শেখ, টুটুল, আব্দুল হা‌মিদ, ভাদুসহ স্থানীয় আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এসময় বক্তরা ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা হ‌লো উন্নয়‌নের রোল ম‌ডেল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থে‌কেই দে‌শে উন্নয়‌নের ধারা অব্যাহত র‌য়ে‌ছে।

তাই দেশ‌কে সফলতার স্বর্ণ শিখ‌রে নি‌য়ে যে‌তে হ‌লে, এই আওয়ামীলীগ সরকার‌কে বারবার ক্ষমতায় আন‌তে হ‌বে।

এসএমএন