ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


বিএনপি নেতা আমান-জুয়েলের জামিন


৯ ডিসেম্বর ২০২২ ০৮:০২

রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল কাদের ভূইয়া জুয়েলের জামিন মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

পল্টন থানায় হওয়া মামলায় এ দুজনসহে আরো ৪৩৫ জনকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আসামিপক্ষে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক এ দুজনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া এ মামলায় ১৫ জনের সাতিদন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এর মধ্যে সাবেক এমপি সেলিম রেজা হাবিবের রিমান্ড নামঞ্জুর করেন আদালত। বাকি ১৪ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সিএমএম আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এসব তথ্য জানান।

উল্লেখ্য,গতকাল বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে রিজভীসহ ৪৫০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

পরে পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাটি করে।

আইকে