ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


ডিএমপির সদর দফতরে বিএনপির প্রতিনিধিদল


৯ ডিসেম্বর ২০২২ ০৭:৪৬

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতরে গিয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ চেয়ে নেতারা সদর দফতরের ভেতরে প্রবেশ করেন।

প্রতিনিধিদলে আরও রয়েছেন, এ জে মোহাম্মদ আলী, আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার বিকেলের দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি মামলায় বিএনপির বেশ কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়।

প্রসঙ্গত, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে দেশের রাজনীতিতে উত্তাপ বিরাজ করছে। সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে। তবে বিএনপি তা মানতে নারাজ।

এদিকে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান অথবা কালশী মাঠে গণসমাবেশ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই তারা পূর্ব নির্ধারিত বিভাগীয় গণসমাবেশ করবেন।

আইকে