ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


স্বামীর অমতে রাজনীতিতে স্ত্রী, অতঃপর...


১৪ অক্টোবর ২০১৮ ০১:৫৩

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে নেত্রকোনা জেলা আওয়ামী বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ললীতা বেগম (৩০) এক সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি তার স্বামী আনসার সদস্য রতন মিয়ার বিরুদ্ধে তাকে নির্যাতনের অভিযোগ তুলেন।

এসময় তিনি বলেন, আমি প্রাণপনে বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি। কিন্তু, আমার শ্বশুর রোজআলী (৬০) আমাকে আওয়ামী লীগে যুক্ত থাকার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার স্বামী রতন মিয়া এই কারণে আমাকে প্রায়শই গালিগালাজ ও মারধর করে। গত কয়েকমাস যাবৎ সংসারে একটি টাকাও দেয় না। আমি আমার সন্তানকে নিয়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছি।

জেলা শহরের তেরীবাজারস্থ একটি কফি হাউজে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তার সাথে বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের নেত্রকোনা জেলার সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আলামিন মিয়াসহ অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএ