কালীগঞ্জে গাঁজাসহ আটক ৩

ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ও আড়পাড়া থেকে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (১৩ অক্টোবর) সকালে কালীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এসময় রামচন্দ্রপুর পশ্চিমপাড়া থেকে লুৎফর রহমান ও আড়পাড়ার নদীপাড়া থেকে রত্না বেগম ও রুস্তম আলীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২’শ ৪০ গ্রাম গাঁজা। পরে আসামীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় ৩টি আলাদা মামলা দায়ের করা হয়।
এসএমএন