ওব্যাটের‘পুট ইওর ড্রীম টু দি টেস্ট’শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বুধবার দুপুরে রাজধানীর ইএমকে সেন্টারে 'পুট ইওর ড্রীম টু দি টেস্ট' শীর্ষক একটি প্রশিক্ষণের আয়োজন করে ওব্যাট হেল্পার্স। প্রশিক্ষণটি পরিচালনা করেন ওব্যাট হেল্পার্সের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, গ্লোবাল এক্সিলেন্স কনসালটিং গ্রুপের সিইও এবং জন ম্যাক্সওয়েলের সার্টিফাইড লিডারশীপ ট্রেইনার, শিক্ষক ও কোচ আনোয়ার খান আকমল।
প্রশিক্ষণে ওব্যাটের বৃত্তিপ্রাপ্ত, সাধারণ শিক্ষার্থী, ওব্যাট থিংক-ট্যাংক ভলান্টিয়ার, ঢাকাসহ অন্যান্য অঞ্চলের ছাত্রছাত্রী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।