বিএনপি কার্যালয়ে প্রচুর বোমা পাওয়া গেছে : পুলিশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রচুর বোমা পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কার্যালয়ে অভিযান শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
এর আগে, বিকেলে নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বিকেল ৩টার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল ছুড়ে। এতে প্রায় শতাধিক মানুষ আহন হন।
আইকে