আগুনে পুড়ে পুলিশ সদস্য নিহত, তদন্তে কমিটি

আজ ভোরে হবিগঞ্জ পৌর শহরের ২ নম্বর পুল এলাকায় আগুনে পুড়ে ট্রাফিক পুলিশের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার এস এম মুরাদ আলি এ তথ্য নিশ্চিত করেন।
কমিটিতে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে’কে প্রধান করা হয়েছে। একই সঙ্গে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নিহত ব্যক্তি হলেন, সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে রুবেল আহমদ (৩২)। তিনি জেলা ট্রাফিক পুলিশ অফিসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, রুবেলসহ কয়েকজন ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। মঙ্গলবার ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় তালাবদ্ধ ঘর থেকে আগুনে ঝলসে যাওয়া কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
তার মরদেহ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার এস এম মুরাদ আলি। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
আইকে