ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


আরামবাগকে বিএনপির বিকল্প ভেন্যুতে সায় নেই ডিএমপির


৭ ডিসেম্বর ২০২২ ০১:৫৪

গণসমাবেশের বিকল্প ভেন্যু আরামবাগ মাঠের বিএনপির দেয়া প্রস্তাবে সায় দেয়নি ডিএমপি।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানকে ভেন্যু হিসেবে দেয়া হয়েছিলো। তবে তাদের পক্ষ থেকে আরামবাগের মাঠে সমাবেশ করার জন্য প্রস্তাব দেয়া হয়েছে। তবে সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশের অনুমতি দিতে অনড় ডিএমপি। রাস্তায় কোনো ভাবেই অনুমতি দিবে না ডিএমপি।

পহেলা ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাদক ব্যবসায়ী বা যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।