ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩


৭ ডিসেম্বর ২০২২ ০০:৩৯

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত তিনজন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস নামে একটি ট্রেন টুগুরিয়া ক্রসিংয়ে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত ওই ট্রেনের ধাক্কায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।এ সময় দুর্ঘটনায় তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।

তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলওয়ে এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

আইকে