ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


ছিটকিনি লাগানো ঘরে আগুন, ২ শিশুর মৃত্যু


৬ ডিসেম্বর ২০২২ ০১:০৪

মাদারীপুর সদর উপজেলায় ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের ভেতরে আগুনে পুড়ে এক থেকে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২ টার দিকে ইপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকিরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ হয়ে মারা যাওয়া দুই শিশুর নাম পরিচয় জানা যায়নি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, বাড়ির মালিক ঢাকায় থাকেন। এখানে স্ত্রী, শাশুড়ি ও ২ ছেলে শিশুকে নিয়ে এক ব্যক্তি ভাড়া থাকতেন। আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, মাঝেমধ্যেই ভাড়াটে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। আজ সকালে বাড়ির দরজার ছিটকিনি বন্ধ করে বাইরে যান শিশুদের মা ও নানি। এরপরই ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘরের দরজা খুলে ২ শিশুর পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, ঘরের বাইরে থেকে আগুন লাগেনি। আমরা পুরো ঘটনাটি তদন্ত করে দেখছি।

আইকে