বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ মনি’র জন্মদিনে ভোলায় দোয়া মাহফিল

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনি'র ৮৪ তম জন্মদিন উপলক্ষে ভোলায় যুবলীগ কর্তৃক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, দেশবরেণ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত'র সার্বিক দিক নির্দেশনায় রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা শহরের উকিলপাড়া স্থল যুবলীগ কার্যালয়ে সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক,জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহীন এর নেতৃত্বে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাইনুল ইসলাম তুহিন মোল্লা, রাজিব হাসান লিপু, ফয়সাল রহমান বাবু, এ জেড এম মনিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, নওশাদ হোসেন মুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন রনি, ইসমাইল হোসেন নয়ন, ওমর খৈয়াম মামুন, এডভোকেট গিয়াসউদ্দিন, মনিরুল ইসলাম প্রমুখ।
দোয়া পরিচালনা করেছেন মাওলানা মোঃ এনায়েত উল্লাহ শরিফ।
এ সময় যুবলীগ নেতা কর্মীদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহিন।