সমাবেশে যোগ দিতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ থেকে পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নগরের সদরঘাট এলাকার একটি হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়ে গেলে প্রত্যক্ষদর্শীরা তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান।
রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই ব্যক্তির নাম জহিরুল ইসলাম বাচা (৪৭)। তিনি হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বাড়ি উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়নে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বিষয়টি নিশ্চিত করেন।
আইকে