পুকুরে থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে নিখোঁজের তিন দিন পর জয়নাল আবেদিন (১৯) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার সরাংপুর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবেদিন ওই গ্রামে তার ফুপুর বাড়িতে থেকে পড়াশোনা করতেন। তিনি গোদাগাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নিহত জয়নাল আবেদিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর হরিশপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
নিহতের পরিবারের জানায়, গত ১১ অক্টোবর বেলা আড়াইটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর তাকে খুঁজে না পেয়ে পরদিন স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করেন।
জয়নাল আবেদিনের বাবা খোরশেদ আলমের দাবি, তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ফুপুর বাড়ির পাশের পুকুরে ওই ছাত্রের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। তবে লাশে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ওই যুককের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আইএমটি