নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের শব্দ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের ফাঁকা জায়গায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিএনপির কার্যালয়ে থাকা নেতাকর্মীরা এবং পুলিশ বিষয়টি শুনেছেন বলে জানান। এর বেশি তারা কিছু জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ছয়টার পরে হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। চলন্ত গাড়ি থেকে কেউ ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে ধারণা করছেন তারা।
বিএনপি দপ্তরে থাকা কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম তেনজিং বলেন, সন্ধ্যার পর পার্টি অফিসের সামনে ফাঁকা জায়গায় রাস্তায় একটা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে পল্টন থানা পুলিশের ওসি (অপারেশন) হীরন্ময় বাড়ৈ গণমাধ্যমকে জানান, এমন একটি ঘটনা আমরাও শুনেছি। এখনো বিষয়টির সঠিক তথ্য পাওয়া যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।
আইকে