ধাক্কা দিয়ে ফেলে নারীকে টেনেহিঁচড়ে মারল গাড়ি, চালককে গণপিটুনি

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি প্রাইভেটকার এক নারীকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে অনেকটা পথ টেনে নিয়ে যায়।
পরে এ ঘটনায় ওই নারী গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এত ক্ষুব্ধ হয়ে প্রাইভেটকারের চালককে গণপিটুনি দিয়েছে উপস্থিত জনতা।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৩টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেটে এই ঘটনা ঘটে।
নিহত হওয়া নারীর নাম রুবিনা আক্তার (৪৫)। তিনি তেজগাঁও এলাকায় বসবাস করতেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, রাস্তায় রক্তের দাগ দেখে লোকজন বুঝতে পারে প্রাইভেটকারের নিচে কেউ আটকে আছে। পরে প্রাইভেটকারের চালককে গাড়ি থামাতে বললে ওই ড্রাইভার গাড়ি না থামিয়ে গাড়ির নিচে থাকা ওই নারীকে টেনেহিঁচড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নীলক্ষেত এলাকায় নিয়ে যায়। গাড়িটি নীলক্ষেতে পৌঁছালে উপস্থিত জনতা গাড়ির নিচে থাকা নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানায় শাহবাগ থানা পুলিশ।
খোঁজ নিয়ে আরও জানা যায়, ওই নারীকে প্রাইভেটকার ধাক্কা দেওয়ার পর তিনি গাড়ির নিচে পড়ে যান। প্রাইভেটকারচালক গাড়ি না থামিয়ে তাকে নীলক্ষেত পর্যন্ত টেনে নিয়ে যায়।
এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িচালককে গণপিটুনি দেয় এবং গাড়িটি ভাঙচুর করে।
আইকে