ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


খাবার হোটেলে কাভার্ডভ্যান, বাবা-ছেলেসহ নিহত ৫


২ ডিসেম্বর ২০২২ ২৩:৫১

যশোর মনিরামপুর উপজেলার বেগারীতলা বাজারের একটি খাবার হোটেলে কাভার্ডভ্যান ঢুকে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো পাঁচজন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই কভার্ডভ্যানটি ফেলে পালিয়ে যান সেটির চালক ও তার সহকারী।

তিনি বলেন, ‘যশোর-সাতক্ষীরা মহাসড়কে মণিরামপুরের বেগারীতলা বাজারের আবু তালেবের খাবারের হোটেলে একটি দ্রুত গতির কভার্ডভ্যান ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের হাবিবুর রহমান (৪০) ও তার ছেলে তাহাসিব হোসেন (৭), একই গ্রামের শামসুর রহমান (৫৫) ও তার ভাইপো তৌহিদুর রহমান (৩৮) এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫)।

আইকে