ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারী আটক

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮৬ বোতল ফেন্সিডিলসহ তহুরা খাতুন (৪২) ও জোসনা খাতুন (৩৮) নামের দুই নারী মাদক কারবারীকে আটক করেছে। শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মল্লিকপুর গ্রাম থেকে তত্বিপুর ক্যাম্পের আইসি (ক্যাম্প ইনচার্জ) এসআই এমদাদ হোসেন তাদের আটক করে।
এসআই এমদাদ হোসেন জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি মল্লিকপুর গ্রামে অভিযান চালান। সে সময় ২৮৬ বোতল ফেন্সিডিলসহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মৃত খোকন ম-লের স্ত্রী তহুরা খাতুন ও একই গ্রামের ফজলু ম-লের মেয়ে জোসনা খাতুনকে আটক করেন। তিনি নারী মাদক কারবারীদের উদ্বৃতি দিয়ে আরো বলেন, রুবেল নামের এক ব্যক্তির ফেন্সিডিল তারা জীবন নগর থেকে বহন করে গাজীর বাজারের দিকে নিয়ে যাচ্ছিল। সেসময় তাদের আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের ২৮৬ বোতলসহ দুই নারী মাদক কারবারীকে আটক করেছে। তারা চুয়াডাঙ্গা থেকে ফেন্সিডিল বহন করে কালীগঞ্জের গাজীরবাজার হয়ে মাগুরা যাচ্ছিল। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
এমএ