কালীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আরিফ হোসেন (৪৮) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পৌর কাউন্সিলরসহ অন্তত ৬ জন।
নিহত আরিফ কাশীপুর গ্রামের মৃত ইব্রাহিম লস্করের ছেলে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯ টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশীপুর বেদে পল্লীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিম সূ্ত্রে জানা গেছে, কালীগঞ্জ কাশীপুর বেদে পল্লীতে দীর্ঘদিন ধরে দুইটি পক্ষের নেতৃত্ব দিয়ে আসছে মরিুল ইসলাম ও রাসেল হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়্
এ সময় রাসেলের সমর্থকরা মরিুল সমর্থকদের ওপর হামলা চালিয়ে বাড়িঘরে ভাংচুর করে। সংবাদ পেয়ে রাত ৮ টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান এবং কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় উভয় গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে কাউন্সিলর মেহেদী হাসান, ফার্নিচার ব্যবসায়ী আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, পার্শ্ববর্তী গ্রামের আব্দুল লতিফসহ কমপক্ষে ৬ জন আহত হন।
আহতদের মধ্যে আরিফ হোসেন, মালা বেগম ও আব্দুল লতিফের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ফরিদপুর পৌঁছালে তিনি মারা যান। অন্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নতুনসময়/আইকে