চাঁদা নিয়ে মারধর, ‘বঙ্গবন্ধু সৈনিক লীগ’ সভাপতি আটক

বগুড়ায় ছুরিসহ বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির সভাপতি সবুজ সওদাগরকে (৩৫) আটক করেছে পুলিশ। তিনি একটি হত্যা মামলারও আসামি।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
সবুজ সওদাগর শহরের সূত্রাপুর এলাকার মৃত সিরাজ সওদাগরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ কাবাবের দোকান থেকে চাঁদা তোলা নিয়ে রবিউল নামের এক বিক্রেতাকে মারধর করে সবুজ সওদাগর। একপর্যায়ে তার কাছে থাকা ধারালো চাকু বের করে ওই বিক্রেতাকে মারার চেষ্টা করে। ঘটনার পরপরই সদর থানা পুলিশ সেখানে পৌঁছে সবুজ সওদাগরকে আটক করে। এরপর তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঞা বলেন, ২০১৪ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ অফিসের ভেতরে বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শিমুল হক রেহানকে ছুরিকাঘাতে খুন করেছিলেন সবুজ সওদাগর। সেই মামলা বিচারাধীন রয়েছে। তার নামে চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলা হবে।
নতুনসময়/আইকে