ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


স্পিনিং মিলের তুলার গুদামে আগ্নিকান্ড: ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি


৩০ নভেম্বর ২০২২ ০০:১৪

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন লাগার ১২ ঘন্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সোমবার (২৮ নভেম্বর) রাত ১২ টায় আগুনের সূত্রপাত হয়। স্পিনিং মিলের গুদামে লাগা আগুন দুপুর ১২টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ বলেন, শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

তবে আগুনে ক্ষতির পরিমাণ ৪০০ কোটি টাকা বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

নতুনসময়/আইকে