১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি!

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার একটি ফার্মেসিতে ১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রির অপরাধে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে ওই প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ‘লিখন নামের এক ব্যক্তি তার বাচ্চা অসুস্থ হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসক তাকে কাচিন ১০০ (kacin100) নামের একটি ইনজেকশন আনতে বলেন। লিখন হাসপাতাল এলাকার ‘বর্ষণ মেডিসিন এন্ড সার্জিক্যাল’ নামের ফার্মেসি থেকে ইনজেকশনটি ৫২০ টাকায় কেনেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ইনজেকশনটির দাম মাত্র ১৬ টাকা।’
রিজভী বলেন, ‘এ ঘটনায় লিখন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিকেলে ওই ফার্মেসিতে অভিযার পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানাসহ ফার্মেসিটি সিলগালা করা হয়েছে।’
নতুনসময়/আইকে