বেনাপোলে সোনাসহ আটক ১

বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে ১ কেজি ৭০০ গ্রাম গুড়ো সোনাসহ আলমগীর (৪৮) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। তিনি নোয়াখালী জেলার হাজি রমজান আলীর ইব্রাহিম খলিলের ছেলে। তার বাড়ি চাটখিল মল্লিকা দিঘির পাড়।
শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১০টার সময় ভারতে প্রবেশের সময় ব্যাগ তল্লাশি কালে এ সোনাসহ তাকে আটক করেন। তার পাসপোর্ট নম্বর বিকে ০৩৮৪৮৫৪।
কাস্টমস এসি উত্তম চাকমা জানান, পাসপোর্ট যাত্রী আলমগীর ভারতে যাওয়ার জন্য যাত্রী টার্মিনালে অবস্থিত স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করার সময় সেখানে ডিউটি থাকা অফিসার এ আর ও জয়তী বসু একটি ব্যাগ তল্লাশি কালে এ সোনা আটক করেন। যার ওজন ১ কেজি ৭০০ গ্রাম।
বেনাপোল কাষ্টমসে এসি আব্দুল মতিন সরকার আলমগীর হোসেন নামে একজন স্বর্ণ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত গুড়ো সোনাসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
এমএ