বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয়

হাওর জেলা নেত্রকোনায় কৃষকদের বোরো মওসুমে ধানের প্রধান রোগসমূহ ও তাদের দমন ব্যাবস্থাপনাসহ ফলন বৃদ্ধিতে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সকাল ১০টায় মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে ১০ উপজেলার প্রায় ৫ শতাধিক কৃষক কর্মশালায় অংশ নেন। বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের সহযোগিতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।
ময়মনসিংহের ডিএই, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহর সভাপতিত্বে ধানের ব্লাস্ট রোগ সহ বিভিন্ন পোকা মাকড়ের আক্রান্ত ও হাওরের বন্যা আসার আগেই কর্তনের পদ্ধতি নিয়ে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা করেন ব্রি গবেষণা পরিচালক ড. তমাল লতা আদিত্য।
এছাড়াও ধানের বিভিন্ন জাত ও আগাম অধিক ফলন সহ বিভিন্ন রোগ প্রতিরোধ নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহা পরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, ব্রি পরিচর্যা পরিচালক ড. মোঃ আনছার আলী, নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, নেত্রকোনা ডিএই উপপরিচালক মোঃ হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা সালমা আক্তার ও কৃষক বাচ্চু মিয়া প্রমুখ।
কর্মশালায় কৃষি ব্যবস্থাপনায় কৃষকরা বীজের গুণগত মান উন্নয়ন করতে অনুরোধ জানান। কারন কিছু ধান আগাম পেকে যায়, আবার কিছু ধান দেরীতে পাক ধরে এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। ফলে এ ব্যাপারে বীজতলা সম্পর্কে কৃষকদেরকে মাঠ পর্যায়ে প্রশিক্ষিত করার দাবী জানান।
এমএ
Tags