ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


পানির দামে ইলিশ!


১২ অক্টোবর ২০১৮ ২২:০৭

ছবি ফাইল ফটো

কয়েক দিন আগেও বাজারে গিয়ে ইলিশ মাছ কিনতে গিয়ে অনেক ভাবতে হয়েছে। মাছের দাম শুনেই অনেকের ভ্রু কুঁচকে যেত। ইলিশের এত দাম। বিভিন্ন সাইজের ইলিশ কেজি প্রতি ১ হাজার থেকে ১২০০ টাকায় বিক্রি হয়েছে। সেই ইলিশ এখন বলতে গেলে পানির দামে মিলছে। এক কেজি পরিমান ইলিশ মাত্র ১০০ টাকা।

বৃহস্পতিবার মুন্সিগঞ্জের লৌহজংয়ে বস্তায় করে ইলিশ বিক্রি করতে দেখা গেছে। তবে বাজারে নয়, বাড়িতে বসেই কেনা যাচ্ছে ইলিশ।

উপজেলার উত্তর হলদিয়া গ্রামে ১৫-১৬ বছরের এক কিশোরকে প্লাস্টিকের বস্তায় করে ইলিশ বিক্রি করতে দেখা যায়। এক গৃহবধূ ছোট-বড় মিলিয়ে ২৩টি ইলিশ কেনেন ৫০০ টাকায়। যার ওজন ছিল পাঁচ কেজি। টাকার হিসাবে এক কেজি ইলিশের দাম পড়ে ১০০ টাকা।

গত ৭ অক্টোবর থেকে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিন ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে যাতে জেলেরা ইলিশ শিকার না করতে পারে সে জন্য অভিযানও চলছে। তবে সেই অভিযান চলছে দিনে। এ সুযোগে রাতে লৌহজংয়ে পদ্মা নদীতে কিছু জেলে অবাধে ইলিশ শিকার করছে। কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম না থাকায় বৃহস্পতিবার কোনো অভিযান চালানো সম্ভব হয়নি। উপজেলা ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার এ তথ্য জানান।

উল্লেখ্য, গত পাঁচ দিনের মধ্যে মাত্র এক দিন ভ্রাম্যমাণ আদালত পদ্মা নদীতে অভিযানে নামে। গত বুধবার অভিযান চালিয়ে ২৪ জেলেকে জেল ও জরিমানা করা হয়।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন আক্তার স্বর্ণা জানান, দুপুরে তিনি উপজেলার প্রধান সড়কের বুড়দিয়া থেকে তিনি অটোরিকশায় মাওয়ার উদ্দেশে রওনা দেন। পথে কনকসার বাজার থেকে বোরকা পরা ২৫-২৬ বছরের এক নারী ওই গাড়িতে ট্রাভেলিং ব্যাগ নিয়ে ওঠেন। ব্যাগে কী আছে জানতে চাইলে ওই নারী জানান, তাঁর ব্যাগে ইলিশ মাছ। ১৬টি ইলিশ তিনি ৮০০ টাকায় কিনেছেন। এই ইলিশ তিনি ঢাকা নিয়ে যাবেন। ওই নারী দিনে তিন-চারবার ঢাকায় গিয়ে ইলিশ বিক্রি করে আসেন বলেও জানান।

এই বিষয়টি নিয়ে নাজনীন আক্তার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাওয়া নৌ পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনো প্রতিকার পাননি।

আরকেএইচ