ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


হরিণাকুন্ডুতে আ.লীগের দু-গ্রুপের সংঘর্ষে আহত ২৫


১২ অক্টোবর ২০১৮ ০২:৫৩

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেসমতপুর গ্রামে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে। আহতদের মধ্যে মহিলাসহ ১৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় রাজনৈতিক আধিপত্ত বিস্তার নিয়ে ঝিনাইদহ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে বুধবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাশেম বিশ্বাসের সমর্থক মাহবুব ও আওলাদ হোসেন সমর্থক সাহেব এর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়।

হরিনাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএমএন