ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নাটোরে হেলমেট বিতরণ অনুষ্ঠিত


১২ অক্টোবর ২০১৮ ০২:২৩

নাটোরের সিংড়া উপজেলায় ‘পথ যেন হয় শান্তির, মৃত্যু নয়, একটি দূর্ঘটনা, সারা জীবনের কান্না’ শ্লোগান সামনে রেখে ‘নিরাপদ সড়ক চাই’ সচেনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয় ।

উপজেলার কোর্ট মাঠ চত্বরে বৃহস্পতিবার সকাল ১০টায় সিংড়া প্রেসকাবের সভাপতি মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী আলহাজ জুনাইদ আহমেদ পলক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইলিয়াস কাঞ্চন চেয়্যারম্যান, নিরাপদ সড়ক চাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর পুলিশ সুপার বিল্লব বিজয় তালুকদার ও সিংড়া পৌরসভার মেয়র আলহাজ মোঃ জান্নতুল ফেরদৌস ।

এসএমএন