রাজবাড়ীতে প্রাইভেটকার খালে পড়ে নিহত ২

রাজবাড়ী কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খালে পড়ে যায়। এ ঘটনায় চালকসহ দুই জন নিহত হয়েছেন।
বুধবার (১০ অক্টোবর) রাতে কোনো এক সময় ওই ইউনিয়নের শ্যামসুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে নিহতদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মানিকগঞ্জের নবগ্রাম এলাকার হাসেম মোল্লার ছেলে গাড়ির চালক মনির আহম্মেদ (৩২) ও টাঙ্গাইলের মির্জাপুর এলাকার সরজাল কাজীর ছেলে যাত্রী রিপন কাজী (৩০)।
জানা যায়, ঢাকা থেকে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লারীবাড়ী গ্রামের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন রিপন কাজী। তাদের গাড়িটি কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালীয়া ইউনিয়নের শ্যামসুন্দরপুর ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুইজনেরই মৃত্যু হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, রাতের কোনো এক সময় বোয়ালিয়ার শ্যামসুন্দরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খালে পড়ে যায়। পড়ে ভোরে পুলিশ গাড়ির মধ্যে থেকে চালক ও যাত্রীর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
আইএমটি