ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সড়ক দুর্ঘটনায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী নিহত


১১ অক্টোবর ২০১৮ ২২:৪০

দিনাজপুরের চিরিরবন্দরে উচিতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় রংপুর এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন (৫৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে ফুলবাড়ী-দিনাজপর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেছুল ইসলাম জানান, নিহত আফজাল হোসেন প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে অংশ নিতে সকালে তার অফিসের জিপ গাড়ি নিয়ে রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন।

সকাল ৯টার দিকে উচিতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনায় জিপ গাড়ির চালক আহত হয়েছেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইএমটি