ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


‘তিতলি’মোকাবেলায় প্রস্তত বরগুনা


১১ অক্টোবর ২০১৮ ২১:৩২

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়’তিতলি’মোকাবেলায় বরগুনা জেলা প্রশাসক কবির মাহমুদের সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুর রশীদ, এডিসি জেনারেল, এনডিসি, জেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন মনোয়ারসহ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির লোকজন উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক কবির মাহমুদ সংশ্লিষ্টদের সব ধরনের প্রস্ততির নির্দেশ দেন।

এদিকে তিতলি’র প্রভাবে বরগুনাসহ উপকূলে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত দেখানো হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে এর প্রভাবে বরগুনায় টানা হালকা বর্ষণ অব্যহত রয়েছে। আগামীকাল ঝড়টি বঙ্গোপসাগর থেকে খুলনার কিছু অংশ হয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া বিভাগের তথ্যে জানানো হয়েছে।জরুরী সহায়তায় বরগুনা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এসএমএন